'' সত্যের সাথে শান্তির পথে ''

মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

লক্ষ্মীপুরে কলেজ হিন্দুছাত্রীর ইসলাম ধর্ম গ্রহণ!(আল্লাহু আকবার)

লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীর ইসলাম ধর্ম গ্রহণ!
সুমনা সিনহা নামে এক কালেজ ছাত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোলভী বাজার সরকারী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তার নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে জান্নাতুল ফেরদাউস।
গত ১ বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন সুমনা সিনহা। আনষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত স্মারক নং-২৪৭ মুসলিম আইন অনুযায়ী কোড এভিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করেন। তিনি মোলভী বাজার সরকারী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী ও জেলার কমলগঞ্জ থানার ৯ নং ইনিয়নের শ্রীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা কুলচন্দ্র সিংহ মেয়ে বলে জানা গেছে।
জান্নাতুল ফেরদাউস বলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বর্তমানে লক্ষ্মীপুর জেলায় স্থায়ী বসবাস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
জান্নাতুল ফেরদাউস বলেন, একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আমি অনেক ধর্ম যাচাই বাঁচাই করে বুঝতে পারছি পৃথিবীর শ্রেষ্ট ধর্ম হচ্ছে ইসলাম।
Source: http://www.eurobdnews.com/district_news/25892/
লোকেশন: United States

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)

Message

এখান থেকে কপি পেষ্ট করার অনুমতি দেয়া হলো আমার নাম ও এই ব্লগের রেফারেন্স সহ কারণ ইসলাম প্রচারই উদ্দশ্য।

Copyright © King Fahim Published By Blogger Templates20 | Powered By Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com