'' সত্যের সাথে শান্তির পথে ''

ইসলাম গ্রহণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলাম গ্রহণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

লক্ষ্মীপুরে কলেজ হিন্দুছাত্রীর ইসলাম ধর্ম গ্রহণ!(আল্লাহু আকবার)

লক্ষ্মীপুরে কলেজ ছাত্রীর ইসলাম ধর্ম গ্রহণ!
সুমনা সিনহা নামে এক কালেজ ছাত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোলভী বাজার সরকারী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি তার নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে জান্নাতুল ফেরদাউস।
গত ১ বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন সুমনা সিনহা। আনষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত স্মারক নং-২৪৭ মুসলিম আইন অনুযায়ী কোড এভিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করেন। তিনি মোলভী বাজার সরকারী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী ও জেলার কমলগঞ্জ থানার ৯ নং ইনিয়নের শ্রীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা কুলচন্দ্র সিংহ মেয়ে বলে জানা গেছে।
জান্নাতুল ফেরদাউস বলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বর্তমানে লক্ষ্মীপুর জেলায় স্থায়ী বসবাস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
জান্নাতুল ফেরদাউস বলেন, একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আমি অনেক ধর্ম যাচাই বাঁচাই করে বুঝতে পারছি পৃথিবীর শ্রেষ্ট ধর্ম হচ্ছে ইসলাম।
Source: http://www.eurobdnews.com/district_news/25892/

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

বান্দরবনের বৌদ্ধ দুই ভাইয়ের ইসলাম গ্রহণ ছবিসহ।

তারিখ,,,,৬/২/২০১৬/

,,,,,,,,,ঠিকানা,,,,,,,,,
১। হেমন্ত ত্রিপুরা
পিতা :নজা ত্রিপুরা
মাতা :অন্জাউতি ত্রিপুরা
গ্রাম :লহপাড়া
পোঃ রুমা
থানা :রুমা জেলা :বান্দরবান।
,,,,,,,,,,,,ঠিকানা,,,,,,,,,
২। সান ত্রিপুুরা
পিতা :মহাজং ত্রিপুুরা
মাতা :হানেরুং ত্রিপুুরা
গ্রাম :বুদুজিরি পাড়া
পোঃ লামা
থানা :সদর,বান্দরবান।





চিত্রঃ কালেমা শাহাদাত পড়ার দৃশ্য হেমন্ত ত্রিপুরা ও সান ত্রিপুরার।

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

'মাইকেল জ্যাকসন' এর ইসলাম গ্রহণের প্রমাণ সহ বায়োগ্রাফী।

২১ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে : 
মাইকেল জ্যাকসন একজন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী এবং সমাজসেবক।তিনি নিগ্রো ছিলেন তাই তিনি তার ফেস চেন্জ করার সিদ্ধান্ত নেন এভাবে তিনি ৬ বার ফেস চেন্জ করেন প্লাস্টিক সার্জারীর মাধ্যমে।


চিত্র মেয়েদের সদৃশ:



ফেস চেন্জইংঃ সর্বপ্রথম এম়জে ১৯৮০ সালে এবং সর্বশেষ ২০০০ সালে ফেস চেন্জ করেন।১ম বার নাক,২য় বার নাক চিকন,৩য় বার কালো থেকে সাদা,৪র্থ বার নাক আরও চিকন,৫ম বার মেয়েদের সদৃশ,৬ষ্ট বার সামান্য পুরুষ ভঙ্গি।
ফেস চেন্জিং এ তিনি যে বারবার সফল হয়েছেন তা নয়।বিফলে তার একবার তার আসল নাকটাই খোয়া গেছে।
নাক বিহীন দৃশ্য:


শৈশবঃ
জ্যাকসন পরিবারের ৭ম সন্তান মাইকেল মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন।তিনি তখন জ্যাকসন ফাইভ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসাবে গান গাইতেন। ১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন। মাইকেলের গাওয়া ৫টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে - অফ দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭), ডেঞ্জারাস (১৯৯১) এবং হিস্টরি (১৯৯৫)। প্রায়শই তাঁকে পপ সঙ্গীতের রাজা হিসেবে আখ্যায়িত করা হয় অথবা, সংক্ষেপে তাঁকে এমজে নামে অভিহিত করা হয়।
কেরিয়ারঃ
১৯৮০র দশকে মাইকেল সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এতো জনপ্রিয়তা পান।

মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রবোট, ও মুনওয়াক (চাঁদে হাঁটা) রয়েছে। মুনওয়াক আসলে হলো সামনের দিকে হাঁটার দৃষ্টিভ্রম সৃষ্টি করে পিছনে যাবার ভঙ্গিমা। এখন সারাবিশ্বের সকল নৃত্যশিল্পীরা মাইকেল জ্যাকসনকে প্রায়ই শ্রদ্ধা জানিয়ে থাকেন।
চিত্র মুনওয়াক:

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল সর্বকালের সবচেয়ে সফল শিল্পী - ১৩টি গ্র্যামি পুরস্কার, ১৩টি ১নম্বর একক সঙ্গীত, এবং ৭৫ কোটি অ্যালবাম বিক্রয়ের রেকর্ড মাইকেলের রয়েছে। শিল্পী হিসেবে পুরো বিশ্বে তাঁর খ্যাতি ছিলো। ব্যক্তিগত জীবনে তিনি নানা কেলেঙ্কারিতে জড়ালেও প্রায় ৪০ বছর ধরে সারাবিশ্বে বিখ্যাত হয়ে ছিলেন।
এম়জে ভাস্কর্যঃ
মাইকেল জ্যাকসনের সবচেয়ে বড় ভাস্কর্য বুদাপেস্টে অবস্থিত।বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানী ও প্রধান শহর।এই ভাস্কর্যটি উদ্ধোধন করার জন্য এম়জে নিজে আসেন এবং তার ভাস্কর্যটি এতই উঁচু ছিল যে কয়েকজন নারী মাথা উঁচু করে দেখতে গিয়ে অজ্ঞান হয়ে যায় আর এর দুই পায়ের মাঝ দিয়ে সুবিশাল হেলিকপ্টারও যাতায়াত করতে পারে।
ভাস্কর্য:


জনশ্রুতিঃ
এম়জে সম্পর্কে সবচেয়ে বড় গুজব এই,তিনি নাকি হাতির মেরুদন্ড নিয়েছেন ড্যান্স করার জন্য।
এরকম আরও অনেক গুজব রয়েছে মাইক এর জীবনে।
ইসলাম গ্রহণ:
অনেকে মাইক এর কনভার্ট হওয়াকে গুজব বলে কাটিয়ে দিতে চান(আল্লাহই ভালো জানেন)।কিন্তু আমার রিসার্চ অনুযায়ী আমি
Mail Online

The Times of India

ইন্ডিয়ার এক নম্বর পত্রিকায়

ও আমাদের দেশের সকল চ্যানেলে মাইক মৃত্যুর সময়ও এই কনভার্ট এর খবর প্রকাশিত হয়।আর আমি যখন 'টাইমস নাউ' দেখলাম তখন অবাক হলাম।সেখানে বলছে এম়জে নাকি নামও পালটিয়ে মাইকেল জোসেফ জ্যাকসন ল্যাটিন ফর্ম থেকে মিকাইল ইউসুফ জ্যাকসন আরবি ফর্ম রেখেছেন।
টাইমস নাউ: 




এ সংবাদ দেখার পর আমার মুক্তমন,বুদ্ধি ও চিন্তা দ্বারা বিশ্বাস করতে বাধ্য হলাম যে মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছেন যেভাবে আরেক নিগ্রো অ্যামেরিকান গায়ক 'একন' ইসলাম গ্রহণ করেছেন।
একন:

আর ইসলাম গ্রহণ এর পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি আর মেয়েদের সদৃশ সাজেন নি।
মৃত্যুঃ 
মাইক এক অসহনীয়ভাবে মৃত্যু বরণ করেন।মৃত্যুর আগের দিনও তিনি পারফর্মেন্স করছেন।
মৃত্যুর আগের দিন:

মুলত মাইক এর পার্সোনাল ডাক্তার Dr.Conrad Murray ই তাকে হত্যা করেন এজন্য তাকে কারারুদ্ধ করা হয়।
Conrad Murray:

২৪শে জুন ২০০৯ এর রাতে এম়জে পারফর্ম্যান্স করে এসে ইতস্তবোধ করলে তাকে Dr. Conrad Murray টিউব স্যালাইন দেন।১ঃ৩০ মিনিটে Dr. Conrad Murrayতার টিউব স্যালাইনে Valium নামক ড্রাগ দেয় এটা কাজ করে না ফলে আবার ২ঃ৩০ এ Ativan নামক ড্রাগ দেয়।এটাকে আরও কার্যকর করার জন্য এর সাথে Dormicum Midazolam দেয়।এতেও কাজ না হওয়ায় Dr. Conrad Murray তাকে সকাল ১০ঃ৪০ মিনিটে ২৫ মিলিগ্রাম Propofol নামক অতি শক্তিশালী ড্রাগ দেয় তার টিউব স্যালাইনে।এবার তা কাজ করে এবং এম়জে মৃত্যুমুখে পতিত হয়।
এবিসি নিউজ:




                         
মৃত মাইক: 


(আমার নিজস্ব গবেষণা বিভিন্ন সূত্র থেকে)

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬

বৌদ্ধধর্ম থেকে তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ এবং নাস্তিক ''কামাল০৩''(নিক) এর জবাবে।

প্রথম অভিযোগ এবং তিনজন বৌদ্ধের মুসলিম হওয়াঃ


# কামাল০৩
কে বলল প্রমাণ করুন যে, নিজের ইচ্ছায় এবং ইসলামি ধর্ম-দর্শনে মুগ্ধ হয়ে কনভার্ট হয় না? যদি প্রমাণ দিতে না পারেন তাহলে নিজের নিজস্ব বক্তব্য লজিক ছাড়া বলবেন না। আর না পড়ে অজ্ঞ থাকবেন না। আমাদের মোহাম্মদপুরের বাইতুস সালাম মসজিদে আমার সামনে এই শুক্রবার তিনজন বৌদ্ধ থেকে মুসলিম হইছে তা


কুরআন পড়ে এবং ইসলামি ধর্ম-দর্শনে মুগ্ধ হয়েই কনভার্ট হয়েছে এজন্য কেউ তাদের কোনো অর্থ বা ভয় 

দেখানো হয়নি কিন্তু তারা যদি খ্রিষ্টান হতো তাহলে চট্রগ্রামে তাদের ভাতা ব্যবস্থা করত ব্রাদাররা এবং তাদের সেন্ট জোসেফ এবং নটরডেম এর মত বিখ্যাত কলেজেও চাকরির সুযোগ পেত অতি বেতনের যদিও তা কেরানির কিন্তু তারা বুঝেছে দুনিয়া নয় আখেরাতে জান্নাতই চাই।







চিত্রঃ তিনজন কনভার্টেট/রিভার্টেট মুসলিম।তাদের সকলে আমি সহ অভিনন্দন এবং কোলাকোলি করার সময় নিজহাতে তোলা কিছু ছবি।
তারা ইসলামে অনুপ্রাণিতই হয়েছেন দুনিয়া নয় আখেরাত চেয়েছেন আল্লাহ তাদের কবুল করুন আমীন।


দ্বিতীয় অভিযোগ এবং তা খন্ডনঃ

 

# কামাল০৩
ভাই আপনাকে কে বলল যে ইসলাম আগে ছিল না।ছিল ঠিকই কিন্তু তখনকার লোকেরাই শরীয়তে হ্রাস বৃদ্ধি করে বিকৃত করেছিল আর নবী(সা) এর স্ত্রী খাদীজার আপন চাচা তৎকালীন একত্ববাদী খ্রিষ্টে বিশ্বাসী ছিলেন তিনিই তো প্রথম মুহাম্মদ(সা) এর কাছে যে ফেরেশতা আসত তা যে জিব্রাইল এবং মূসা(আ) কাছেও জিব্রাইল আসেন এমনকি এর ভবিষৎ বাণীও তৎকালীন প্রায় অবিকৃত ইনজিল দ্বারা দেন। আর নবী(সা) ও সেই জাহেলী বর্বর যুগেই অত্যন্ত সুচরিত্রের লোক ছিলেন এবং চরম সত্যবাদী আমানতদারও ছিলেন নইলে খাদীজা(রা)র কোন ঠেকা বাজছিল কর্মচারীকে বিয়ে করার আর খাদীজা(রা) তার চরিত্রের পরীক্ষাও নিয়েছেন ক্রিতদাসদ্বারা এটা সবাই জানেই যে সেই ইসলামের শত্রু আবু জাহেলও ওহীর পূর্বে মুহাম্মদ(সা) কে ''আল-আমীন'' ''আল-সাদিক'' বলে ডাকত এবং টাকাও জমা রাখত যা মক্কায় হিজরতের সময় আলী কে ঘরে রেখে যান মুহাম্মদ(সা) তা ফেরত দেয়ার জন্য এমন দয়ার চিহ্ন খুবই বিরল নেই ই বলতে গেলে। এত সত্যবাদী লোক চল্লিশ বছর পর্যন্ত কোনো মিথ্যা বলে নি তারপরেই একেবারে চরম মির্থুক হয়েযাবেন এটা হতেপারে না আর তিনি নবুয়াতের কথা বলায় তো তাকে তায়েফে এমন মাইর দিছে তা ভাবতেও খারাপ লাগে এই ওহীর সত্যতা বলায় প্রত্যেকেই কষ্টের সম্মুখীন হয়েছে কেউ দুনিয়ায় আত্বিক শান্তি ছাড়া কিছু পায়নি কিন্তু মৃত্যুর পর তাঁরা জান্নাতের অধিকারী হবেন।(ইনশাল্লাহ)

(সহীহ বুখারী, হাদীস নং-৪৫৯০) আর কুরআনেও আল্লাহ ওহীর মাধ্যমে বলেনঃ

''অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, ইব্রাহীমের দ্বীন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভূক্ত ছিলেন না।নিশ্চয় ইব্রাহীম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক, সবকিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহরই অনুগত এবং তিনি শেরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না।ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।তোমরা কি উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়? যখন সে সন্তানদের বললঃ আমার পর তোমরা কার এবাদত করবে? তারা বললো, আমরা তোমার পিতৃ-পুরুৌষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের এবাদত করব। তিনি একক উপাস্য।ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্নসমর্পণকারী(মুসলিম), এবং তিনি মুশরিক ছিলেন না।তারা বলে, তোমরা ইহুদী অথবা খ্রীষ্টান হয়ে যাও, তবেই সুপথ পাবে। আপনি বলুন, কখনই নয়; বরং আমরা ইব্রাহীমের ধর্মে আছি যাতে বক্রতা নেই। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।

তোমরা বল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা, অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে, তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না। আমরা তাঁরই আনুগত্যকারী।''
(কুরআন)

Hear, O Israel: The LORD our God, the LORD is one.Love the LORD your God with all your heart and with all your soul and with all your strength.(বাইবেল)


অথবা তোমরা কি বলছ যে, নিশ্চয়ই ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব (আঃ) ও তাদের সন্তানগন ইহুদী অথবা খ্রীষ্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশী জান, না আল্লাহ বেশী জানেন?হে আহলে কিতাবগণ! কেন তোমরা ইব্রাহীমের বিষয়ে বাদানুবাদ কর? অথচ তওরাত ও ইঞ্জিল তাঁর পরেই নাযিল হয়েছে। তোমরা কি বুঝ না?বল, ‘আল্লাহ সত্য বলেছেন। এখন সবাই ইব্রাহীমের ধর্মের অনুগত হয়ে যাও, যিনি ছিলেন একনিষ্ঠ ভাবে সত্যধর্মের অনুসারী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।(কুরআন)


বলুন, তিনি আল্লাহ এক ও একক, তিনি অমুখাপেক্ষী ,তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই।(কুরআন)

আরও বিস্তরিত জানতে দেখুনঃ https://www.amarblog.com/King-Fahim/posts/185151

তবুও অনেক অবিশ্বাসী এখনও বিশ্বাসী হবে না কারণ আল্লাহই তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন আর এখন যে তারা আমাদের উপহাস করছে সেদিন রোজ হাশরে পাই পাই শোধ নিব দেখে নিয়েন।(ইনশাল্লাহ্)


আপনাদের নাস্তিকদের সাথে তর্ক বিতর্ক করার সুবিদার্থেঃ 
কুরআনের পেইড অ্যাপস ফ্রীতে নিচে এতে বাংলাসহ সকল ভাষায় কুরআন অনূদিত আছে।আপননি জার্মান ইটালিয়ান ভাষাও পড়তে ও শিখতে পারবেন এর মাধ্যমে যেমন ''Lis Namen denies haren'' জার্মান ভাষা এর অর্থ ''পড় তোমার রবের নামে''।এরকম আরও ইন্টারেস্টিং জিনিস পাবেন এই পেইড অ্যাপস এ যা আমি প্রথমে ডাউনলোড করে আপলোড করেছি এবং আপনাদের ফ্রীতে ডাউনলোড করার সুযোগ দিচ্ছি(অনেকে হয়ত পদ্ধতি জানেন)। 

একটি হাদীস অ্যাপস ফ্রীতে নিচে এতে সকল হাদীস রয়েছে যেমন বুখারী,মুসলিম,আবু দাউদ সার্চ ইন্জিনও রয়েছে আরও বেশ কিছু বইও রয়েছে যেমন কেয়ামতের আলামত,সহীহ নামাজের পদ্ধতি ইত্যাদি।

১ঃঅ্যান্ড্রয়েডের পেইড কুরআন অ্যাপস ফ্রীতে পেতে (এখানে ক্লিক করুন) এবং 
২ঃঅ্যান্ড্রয়েডের অ্যাপস বাংলা সকল হাদীস ফ্রীতে পেতে (এখানে ক্লিক করুন) অথবা ভাইয়েরা বাজার থেকে কিনে কুরআন এর বাংলা অনুবাদ পড়ুন আর ওযু জরুরী নয় কুরআন স্পর্শ করতে কিন্তু আপনি ওযু করলে, না করব না, যেভাবেই হোক পড়েন।




ট্যাগসমূহঃ #ইসলামগ্রহণ, #মুসলমান হওয়া, #বৌদ্ধ থেকে মুসলিম, #নওমুসলিম, #বৌদ্ধধর্ম থেকে ইসলামগ্রহণ, #পরিবারের ইসলামগ্রহণ,;

এক বৌদ্ধ পরিবারের ইসলামগ্রহণ আমার দৃষ্টির সামনে (নিজ হাতে তোলা ছবি ও ভিডিওসহ) ।

ঢাকা,মোহাম্মদপুরের আল-আমীন জামে মসজিদে আবারও এক বৌদ্ধ পরিবারের ইসলামগ্রহণ এর ৩মাস আগে সোমবার, ১৮/০৫/২০১৫ইং তারিখে আমি প্রকাশ করি বৌদ্ধধর্ম থেকে তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ এবং নাস্তিক ''কামাল০৩''(নিক) এর জবাবে নামক পোষ্ট যাতে তিনজন আবেগপ্রবণ বৌদ্ধের ইসলাম গ্রহণ ও নাস্তিক কামালের পাজঁড় ভাঙ্গা জবাব দেই এবার তিন মাস পর আবারও কনভার্ট হওয়ার ঘটনা ঘটেছে।

বোধহয় এ দেশের বৌদ্ধরা ইসলামের বাস্তবিকরূপ জানার চেষ্ঠা চালাচ্ছে আন্তরিকতার সাথে নিরপেক্ষভাবে ফলে সত্য পেয়ে আকঁড়ে ধরছে আর মুর্তিকে ছুড়ে ফেলে বলছে মাটির পুতুল আবার আমার কি করতে পারে যদিও অনেক শিক্ষিত লোকেরা তাকেই বুকে জড়িয়ে আগলে রাখে আচঁড় লাগতে দেয় না নেন এখন কে কার রক্ষাকর্তা ভেবেও পাওয়া যায় না। যদিও সত্য কর্ণপটের কাছে কেউ না বললে সত্য পাওয়া ভার হয়ে ওঠে তাই তেমনি একজন বৌদ্ধ ভাইয়ের কথা বলব আল্লাহ যার মাধ্যমে ইসলাম প্রচার করিয়েছেন তিনি প্রথমে স্বআত্মাকে মুসলিম করেছেন পরে তার আত্মীয়দের শ্রবণইন্দ্রিয়ে সত্য পৌঁছিয়েছেন এতে শত শত বৌদ্ধ ভাই আলো দেখার সুযোগ পেয়েছে অনুপ্রাণিত হয়ে যে কতই না সুন্দর জীবন পদ্ধতি ইসলাম।

ছবি: বৌদ্ধ ভাইদের কাছে ইসলাম প্রচারক কনভার্টেট মুসলিম।(হাত কাপাঁয় ছবিটি এমন)।

আজ শুক্রবার 18 সেপ্টেম্বর, 2015 ইং তারিখে একজন বৌদ্ধভাই তার মিষ্টি দুটি ছেলের সাথে একত্রে ইসলাম গ্রহণ করেছেন আল-আমীন জামে মসজিদে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসূফের হাত ধরে।
আমি তা স্বচোখে দেখেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি সংক্ষিপ্ত আলোড়নময়ী ঘটনাটি। প্রথমে মসজিদের ক্যামেরাবন্দি করা ছবিটি দেখেন এটা ৪৬/শাহজাহান রোড,মোহাম্মদপুরে অবস্থিত।

চিত্র: আল-আমীন মসজিদের সম্মুখচিত্র।


নিম্নের ছবিটি ভিডিওলিংক তাই ছবিতে বা এখানে ক্লিক করে হৃদয়স্পর্শী ইসলামগ্রহণের ভিডিওদৃশ্যটি দেখে নিন আর বাপাশের ইনি আর তার মায়াবী ছেলেদুটিই একত্রে মুসলিম হয়েছেন।আল্লাহ তাদের কবুল করুন এবং তাদের মাধ্যমে শত শত বৌদ্ধকে সত্য বোঝার তৌফিক দিন;আমীন।


See video 




ট্যাগসমূহঃ #ইসলামগ্রহণ, #মুসলমান হওয়া, #বৌদ্ধ থেকে মুসলিম, #নওমুসলিম, #বৌদ্ধধর্ম থেকে ইসলামগ্রহণ, #পরিবারের ইসলামগ্রহণ,;

Message

এখান থেকে কপি পেষ্ট করার অনুমতি দেয়া হলো আমার নাম ও এই ব্লগের রেফারেন্স সহ কারণ ইসলাম প্রচারই উদ্দশ্য।

Copyright © King Fahim Published By Blogger Templates20 | Powered By Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com