আমি জানতাম এবং আমরা দুই ভাই চাইছিলাম যাতে ট্রাম্প জিতুক যদিও আব্বু বলছিল ট্রাম্প ক্ষতি করবে হিলারি মোটামুটি ভালো। তখন আমি বলি হিলারি যেহেতু আমাদের ঘোর বিরোধী না তাই তার নির্যাতন এর প্রতিবাদ কারী পাওয়া দুষ্কর হবে আর ট্রাম্প....ট্রাম্প যেহেতু আমাদের সরাসরি ঘৃণা করে তাই আমাদের মাঝে ঐক্য সৃষ্টি হবে যা এখন নাই। ৭১,৪৭ এও নির্যাতনকরীর বিরুদ্ধে আমরা জিতছি...