আমি জানতাম এবং আমরা দুই ভাই চাইছিলাম যাতে ট্রাম্প জিতুক যদিও আব্বু বলছিল ট্রাম্প ক্ষতি করবে হিলারি মোটামুটি ভালো। তখন আমি বলি হিলারি যেহেতু আমাদের ঘোর বিরোধী না তাই তার নির্যাতন এর প্রতিবাদ কারী পাওয়া দুষ্কর হবে আর ট্রাম্প....ট্রাম্প যেহেতু আমাদের সরাসরি ঘৃণা করে তাই আমাদের মাঝে ঐক্য সৃষ্টি হবে যা এখন নাই। ৭১,৪৭ এও নির্যাতনকরীর বিরুদ্ধে আমরা জিতছি আবারও আমাদের মাঝে ঐক্য সৃষ্টি হবে আশা করা যায়। ট্রাম্প অত্যাচার শুরু করো, আমরা ঐক্য হচ্ছি ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে, আমেরিকার পতন এবার নিশ্চিত।
লোকেশন:
Bangladesh
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)