'' সত্যের সাথে শান্তির পথে ''

বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

মেয়েরা খোলামেলা পোশাক পরলে বাজারের খোলা চকলেটের মত মনে হয় : থাই প্রধানমন্ত্রী





আন্তর্জাতিক ডেস্ক : দেশের মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। যুবতীরা যাতে স্বল্প পোশাক না পরেন সেই পরামর্শই দিলেন তিনি। বললেন, খুব বেশি খোলামেলা পোশাক পরবেন না, তাহলে নাকি কাগজের প্যাকেট খোলা ক্যান্ডির মতো লাগবে।

থাইল্যান্ডের নববর্ষ যাকে ‘সঙ্গক্রন’ বলা হয়, তার আগে সাংবাদিকদের মুখোমুখি


হয়েছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রত্যুধ চ্যাং-ওচা। প্রত্যেকবারের মতো নববর্ষ পালিত হয় গরমকালেই। আর উৎসবে মেতে ওঠে থাইল্যান্ডবাসী। পরস্পরের সঙ্গে জলকেলিতে মেতে ওঠে তারা। পরিচিত-অপরিচিত সবার গায়ে জল ছিটিয়ে উৎসব পালন করে থাইল্যান্ডের নাগরিকরা।

তাই এই উৎসবে নামার আগে মহিলারা যাতে ভদ্র পোশাক পরেন সেই আবেদনই রাখেন প্রধানমন্ত্রী। কারণ অনেক সময় এই উৎসবের মধ্যে নানারকম হেনস্তার ঘটনা ঘটে থাকে। অভদ্র পোশাক ও অসংযত ব্যবহার নিয়ে আগেই সতর্ক করেছিল থাইল্যান্ডের সরকার।

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভালোভাবে প্যাকেটে মোড়ানো ক্যান্ডি বছরের পর বছর সাজিয়ে রেখে দেয়া যায়। (কালের কন্ঠ)
লোকেশন: Southern Asia

Related Posts:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)

Message

এখান থেকে কপি পেষ্ট করার অনুমতি দেয়া হলো আমার নাম ও এই ব্লগের রেফারেন্স সহ কারণ ইসলাম প্রচারই উদ্দশ্য।

Copyright © 2025 King Fahim Published By Blogger Templates20 | Powered By Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com