'' সত্যের সাথে শান্তির পথে ''

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

Jahangirnagar University Admission Online Class | B/C/E/F/I Unit | 01635...

#Admission #JU জাবি অ্যাডমিশনের জন্য আমার কাছে অনলাইন পড়তে চাইলে যোগাযোগ কর : Number: 01635378454 OR, 01798366251 Facebook LinK : https://www.facebook.com/fahim.king.104/ *********************************************************************

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

ভার্সিটি ম্যাথ| ৫ম হলাম সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বই ...

Jahangirnagar University B Unit Math Book Question Paper| ভার্সিটি ম্যাথ/গণিত জাবি বি ইউনিট | Jagannath University |

বুধবার, ৪ নভেম্বর, ২০২০

B UNIT DU| ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন প্যার্টান, পড়ার বই, লিখিত পরীক্ষা,স...

B UNIT| DHAKA UNIVERSITY| বি ইউনিট| ঢাকা ভার্সিটি | DU Admission Preparation এর জন্য BOOK SUGGESTION and Admission Test Guideline With MARKS DISTRIBUTION, QUESTION PATTERNS and SEAT NUMBERS!

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

ইংরেজী যে বইগুলো পড়ে ভর্তিপরীক্ষায় ৫ম হলাম | ADMISSION ENGLISH BOOKS | D...

ইংলিশ যে বইগুলো পড়লেই কমন পাবেন Admission Test এ ঢাকা ভার্সিটি হোক বা জাবি জবি রাবি চবি কুবি সাস্ট হোক বা বিসিএস হোক। #english #books #admission

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

আইকিউ টেস্ট: Blood Relation| রক্তের সম্পর্ক |Part-02| ADMISSION BCS JOB|...



আইকিউ টেস্ট: Blood Relation| রক্তের সম্পর্ক |Part-02| ADMISSION BCS JOB| IQ Test Topic Wise Class 02

06. পিতা ও পুত্র চট্টগ্রাম থেকে প্রাইভেট কার যোগে ঢাকায়
আসার পথে কুমিল্লায় পৌঁছানোর ঠিক পূর্বে একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি উল্টে গেলে পিতা ঘটনাস্থলে নিহত হয়।
পুত্রকে মুমূর্ষু অবস্থায় কয়েকজন লোক ফেনী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে চিৎকার করে হায়, আমার ছেলে বলে অজ্ঞান হয়ে যায়, ডাক্তার এবং ঐ ছেলের মধ্যে সম্পর্ক-
A. পিতা-পুত্র B. শ্বশুর-জামাই C. মা-ছেলে D. চাচা-ভাতিজা

07. সাদিয়া এক ভদ্র মহিলার ঘরে ঢুকে দেখল দেওয়ালে একটি ছবি টাঙ্গানো। সাদিয়া জানতে চাইল ছবিটি কার? ভদ্র মহিলা বললেন, সে আমাকে মা বলে ডাকে। তবে ছবিটি কোন মেয়ের নয়। আবার ভদ্রমহিলার কোন মেয়ে সন্তান নেই। ছবিটির ব্যক্তি হলো ভদ্রমহিলার-
A. ননদ B. ছেলের বৌ C. নাতনি D. মা

08. নুসরাতের সামনে রয়েছে একটি ফটোগ্রাফ। নুসরাত তার বান্ধবীকে ফটোগাফটি দেখিয়ে বলছে এটি আমার বোন নয় তবে আমার মায়েরই সন্তান। তাহলে ফটোগ্রাফটির সাথে নুসরাতের সম্পর্ক-
A. ভাই-বোন B. খালা-ভাগনে C. চাচী-ভাতিজা D. মা-ছেলে

09. মানিক A এর ছেলে, P হলো মুক্তার ভাই। যদি A এর সাথে মুক্তার মা এর বিয়ে হয়, তাহলে P মানিকের-
A. মামা B. চাচা C. ভাই D. কাকা

09. মানিক A এর ছেলে, P হলো মুক্তার ভাই। যদি A এর সাথে মুক্তার মা এর বিয়ে হয়, তাহলে P মানিকের-
A. মামা B. চাচা C. ভাই D. কাকা

10. সুমনের বাবা জামিল সাহেব। সুমনের দাদুর মেয়ের ছেলের একজন মামা আছেন। মামার সাথে সুমনের সম্পর্ক-
A. পিতা ও পুত্র B. চাচা ও ভাতিজা
C. ভায়েরা ভাই D. মামা ও ভাগ্নে

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

IQ CLASS- 05| PREVIOUS YEAR QUESTIONS |PART FIVE| JU ADMISSION TEST| BCS...



সিরিজ/ ধারার | আইকিউ প্রশ্ন সলভ | গাণিতিক বুদ্ধিমত্তা | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অ্যাডমিশন , বিসিএস ব্যাংক জবের জন্য। এটা পার্ট টু ,পরে সিরিজ আকারে বের হবে।

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

IQ CLASS- 02| PREVIOUS YEAR QUESTIONS |PART TWO| JU ADMISSION TEST | BCS...



আইকিউ | গাণিতিক বুদ্ধিমত্তা | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অ্যাডমিশন , বিসিএস ব্যাংক জবের জন্য। এটা পার্ট ওয়ান ,পরে সিরিজ আকারে বের হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

পার্সোনাল ভালো ছবি তোলার জন্য ফটোগ্রাফার খুঁজছেন?।।Good Photographer in ...



পার্সোনাল ভালো ছবি তোলার জন্য ফটোগ্রাফার খুঁজছেন?।।Good Photographer in Mirpur, Dhaka।। KiNG FaHiM |

---------------------------------------
Call at:
01635378454
or,
01798366251
---------------------------------------
ফটোগ্রাফি:

ভালো ফটোগ্রাফার হবার জন্য অনেক কিছু প্রয়োজন। প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ভালো একটা ক্যামেরা। তবে এটি যে খুবই দামী ডিএসএলআর ক্যামেরা হতে হবে এমন কোন কথা নেই। এরপর প্রয়োজন হবে ক্যামেরা ও ফটোগ্রাফি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান ও অভিজ্ঞতা এবং সেই সাথে সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি। রাতারাতি ভালো ফটোগ্রাফার হওয়া যায় না। তাই সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য্য, চেষ্টা ও আগ্রহ। শৌখিন বা পেশাগত সব ফটোগ্রাফারদের কাজে আসবে এমন ১২০টি টিপস এখানে দেওয়া হল। 1. নতুন ক্যামেরার প্যাকেঁটি এমনভাবে খুলুন যাতে ক্যামেরাটি আবার রিপ্যাক করা যায় এবং প্যাকেটি যত্ন করে রেখে দিন। নতুন ক্যামেরা প্রথমদিকে অতি যত্নের সাথে ব্যাবহার করুন যেন কোন স্পট না পড়ে। কারণ কোন সমস্যা হলে ক্যামেরাটি তখন প্যাকেটসহ ফেরত দিতে পারবেন। 2. নতুন ক্যামেরায় প্রথমবারের সেটিংগুলো, যেমন: ব্যাটারি ফুলচার্জ, মেমোরি কার্ড ইনস্টল, তারিখ ও সময়, ভাষা নির্বাচন ইত্যাদি ইউজার গাইড দেখে সঠিকভাবে করুন। 3. আপনার ক্যামেরাকে ভালোভাবে জানতে ও বোঝতে হলে ম্যানুয়েলটি শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার পড়ুন। 4. ক্যামেরার কোন বাটন বা অপশন না বোঝলে আন্দাজে পরীক্ষা-নিরিক্ষা না করে ম্যানুয়েল দেখে জেনে নিন। 5. শুরু থেকেই সঠিকভাবে ক্যামেরা ধরার অভ্যাস করুন । দক্ষ ফটোগ্রাফার হিসেবে ভালো ছবি তোলার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। 6. ক্যামেরার জন্য মজবুত ও টেকশই একটি ব্যাগ কিনুন। ব্যাগটি এমন হওয়া উচিত যাতে এর মধ্যে ক্যামেরার আনুষাঙ্গিক জিনিসপত্র রাখা যায় এবং বাইরের চাপ, আঘাত ও বৃষ্টি থেকে ক্যামেরাকে রক্ষা করে। 7. ক্যামেরা লেন্সের ব্যাগে সিলিকা জেলের একটা প্যাকেট রাখুন, তাতে ক্যামেরা ও লেন্সে ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকবে না। 8. এমন ক্যামেরা না কেনাই ভালো যার ব্যাটারি ও মেমোরি কার্ড সহজে পাওয়া যায় না। সম্ভব হলে অতিরিক্ত একটি ব্যাটারি প্রথম দিকেই কিনে রাখুন। কারণ মডেল পুরানো হয়ে গেলে তখন আর ব্যাটারি পাওয়া যায় না। 9. ক্যামেরা নিয়ে বাইরে যাওয়ার আগে ব্যাটারির চার্জ ও মেমোরি স্পেস চেক করুন এবং ক্যামেরা সংক্রান্ত আনুষাঙ্গিক জিনিসপত্র সাথে আছে কিনা দেখে নিন। 10. এসি রুম থেকে বের হওয়ার সাথে সাথে ক্যামেরা বের করবেন না বা খুলবেন না। কারণ এতে ল্যান্সে কনডেন্স আসতে পারে। 11. ক্যামেরা নিয়ে বের হওয়ার সময় যে কোন প্রতিকূল আবহাওয়া ও অবস্থার প্রস্তুতি নিয়ে বের হউন। 12. খুব ঠান্ডা ও গরম জায়গায় ক্যামেরা রাখবেন না। এমনকি সরাসরি সূর্যের আলো ও কোন ইলেকট্রনিক ডিভাইসের পাশেও ক্যামেরা রাখা উচিত নয়। 13. আপনার ক্যামেরার বিভিন্ন অপশন ও ফিচারের চিহ্ন ও সংকেতগুলো শুরুতেই ম্যানুয়েল দেখে জেনে নিন। 14. হালকা কমপ্যাক্ট ক্যামেরায় ছবি তুলতে শাটার বাটন চাপ দেওয়ার সময় শ্বাস- প্রশ্বাস বন্ধ রাখুন, কারন সেসময় ক্যামেরা কাঁপার সম্ভাবনা বেশি। 15. নতুন কোন দেশ বা শহরে গেলে প্রথমে ভিউ কার্ডের স্থানীয় দোকান ভিজিট করুন। ছবি তোলার কিছু আইডিয়া পেয়েও যেতে পারেন। 16. বিশেষ করে এসএলআর ক্যামেরায় লেন্স খোলার পর ক্যামেরা মাউন্ট হাত বা কিছু দিয়ে ঢেকে রাখুন, যাতে এর মধ্য দিয়ে ধুলোবালি বা সূর্যের আলো ঢুকতে না পারে। 17. আপনার ক্যামেরার ডিসপ্লের উপর পুরোপুরি নির্ভর করবেন না। কারণ ছবির বাস্তব উজ্জলতা ও কালার কোয়ালিটি ডিসপ্লেতে প্রদর্শিত হয় না। 18. ক্যামেরা ধরার সময় বাহু শরীরের সাথে লাগিয়ে রাখুন অথবা আশেপাশে কোন সাপোর্ট থাকলে তার সাথে হাত লাগিয়ে শট নিন। 19. ম্যানুয়েল ফ্লাশ কেনার সময় ক্যামেরার সাথে ফ্লাশটি খাপ খায় কিনা জেনে নিন। এমন ধরনের ফ্লাশ কিনবেন না যার লাইটটিকে আপ-ডাইন করা বা চারপাশে ঘুরানো যায় না। ক্যামেরা ও ফ্লাশের জন্য সম্ভব হলে এক্সট্রা ব্যাটারি রাখুন। 20. মেমোরিকে সম্পূর্ণ খালি করে আবার ব্যবহারের আগে ফরমেট করুন। একটি বড় সাইজের পরিবর্তে দুইটি মাঝারি সাইজের মেমোরি ব্যবহার করুন। 21. ক্যামেরা ও লেন্স পরিষ্কারের জন্য তুলি, টিস্যু, ব্লোয়ার ও পরিষ্কার সুতি কাপড় ব্যবহার করুন। 22. আদ্রতাযুক্ত আবহাওয়ায় বিশেষ করে বৃষ্টির দিনে ক্যামেরা ও লেন্সের বেশি যত্ন নিন। ক্যামেরা সবসময় শুষ্ক স্থানে রাখুন। 23. ক্যামেরার লেন্স ও এলসিডি ডিসপ্লে স্পর্শ করবেন না। হাতের ময়লা বিশেষ করে তেল জাতীয় কিছু লাগলে স্থায়ী দাগ পড়ে যেতে পারে।

#bangladeshiphotographer #portraitphotography
#landscapephotography #mobilephotography #weddingphotography
#fashionphotography #indianphotography #bnwphotography #urbanphotography #macrophotography #photographylover #photographyislifee #photographylovers #toyphotography #travelphotography #nightphotography #streetphotography #photography #photographyislife #filmphotography #naturephotography #canonphotography #dogphotography #dronephotography #foodphotography #analogphotography #photographysouls #newbornphotography #photographyeveryday #architecturephotography #wildlifephotography #bangladeshiphotography
#hireaphotoghrapher #hireaphotographerbd

Message

এখান থেকে কপি পেষ্ট করার অনুমতি দেয়া হলো আমার নাম ও এই ব্লগের রেফারেন্স সহ কারণ ইসলাম প্রচারই উদ্দশ্য।

Copyright © King Fahim Published By Blogger Templates20 | Powered By Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com