এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, 'ধর্মীয় অনুভুতিতে আঘাত দেবার কারণেই' ওয়াশিকুর রহমানকে হত্যা করার কথা বলেছে আটককৃত দু'জন।
ফেসবুক ও অন্যান্য কিছু বাংলা ব্লগসাইটে দেখা গেছে, ওয়াশিকুর রহমানের লেখালিখির অন্যতম একটি বিষয় ছিল ইসলামসহ নানা ধর্মের সমালোচনামূলক প্রসঙ্গ, এবং তার বিভিন্ন মন্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে অন্য আরো অনেকের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হতো।
ফেসবুকে ওয়াশিকুর রহমানের প্রোফাইলে নাম ছিল 'ওয়াশিকুর বাবু' । এ ছাড়া কয়েকটি ব্লগ সাইটে তিনি 'কুচ্ছিত হাঁসের ছানা', 'গন্ডমুর্খ', 'বোকা মানব' ইত্যাদি একাধিক নামে লিখতেন বলে জানা যাচ্ছে।
ফেসবুকে ওয়াশিকুর রহমানের প্রোফাইল
তর্কে বিতর্কে অংশগ্রহনকারীদের কারো কারো মতে মুক্তচিন্তা, সাম্প্রদায়িকতা, বিজ্ঞান, ধর্মীয় কুসংস্কার বা গোঁড়ামি - ইত্যাদি নানা বিষয়ে প্রায়ই লেখালিখি এবং তীক্ষ্ম মন্তব্য করতেন ওয়াশিকুর রহমান, আর অন্য পক্ষের মতে মুক্তচিন্তার খোলসে ইসলাম বিদ্বেষীতা, ধর্মীয় অনুভূতি আঘাত হানাই তার কাজ ছিল। ধর্মনিরপেক্ষতা কিংবা মুক্তবুদ্ধি চর্চা নয়, ইসলাম বিদ্বেষীতাই মূল্ লক্ষ্য ছিল ওয়াশিকুর রহমানের লেখায়।
এর আগে যে দুজন ব্লগার ইসলাম বিদ্বেষীতার কারণে ধারালো অস্ত্রধারীদের আক্রমণে নিহত হন - সেই রাজীব হায়দার বা 'থাবা বাবা' এবং গতমাসে নিহত ব্লগার-লেখক অভিজিৎ রাায় - এই দু'জনের মৃত্যুর পর তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একাধিকবার মন্তব্য করেন ওয়াশিকুর।
তার সেই মন্তব্যগুলোর জবাবে আবার ক্রুদ্ধ প্রতিক্রিয়াও আসে ফেসবুকে অন্য কিছু ব্যবহারকারীর দিক থেকে।
ওয়াশিকুর হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে
তিনি 'এথিস্ট (নাস্তিক) বাংলাদেশ' এবং 'বাংলার শার্লি' (ফরাসী ম্যাগাজিন শার্লি এবদু) সহ বেশ কয়েকটি ফেসবুক গ্রপের সদস্য ছিলেন।
এ ছাড়া 'লজিক্যাল ফোরাম' নামের একটি অনলাইন ডিসকাশন ফোরামেরও সদস্য ছিলেন ওয়াশিকুর।
ব্লগঃ
তার ফেসবুকের প্রোফাইলের বিভিন্ন মন্তব্য এবং স্ট্যাটাস খুঁজলে পাওয়া যায়, ইসলাম বিদ্বেষী বিভিন্ন উস্কানি মূলক মন্তব্য। ধর্মনিরপেক্ষতা এবং ইসলাম বিদ্বেষীতার তফাৎ তার লেখায় খুব বেশি স্পষ্ট নয়।
গত ২৭ জুন ২০১৪ তে লিখেছেন
'যুদ্ধবাজ নেতা হতে চাও? হিটলারকে অনুসরন করো;
ধর্ষক হতে চাও? রাজাকারকে অনুসরন করো;
খুনী শাসক হতে চাও? জিয়াকে অনুসরন করো;
লম্পট হতে চাও? এরশাদকে অনুসরন করো;
শিশুকামী হতে চাও? মোল্লা-পাদ্রীকে অনুসরন করো;
সব একসাথে হতে চাও? নবীকে অনুসরন করো।'
২৭ মার্চ ২০১৫ লিখেছেন
'এক পাঁচ ওয়াক্ত নামাজী মুমিনকে বললাম হাজার দশেক টাকা দিতে পারবে কিনা? ৬ মাসের মধ্যে টাকা তো শোধ দিবই উপরি হিসেবে তার যাবতীয় পাপ গ্রহন করবো আর নিজের একাউন্টে পুণ্যি থাকলে সব দিয়ে দিবো। মুমিন রাজি হলো না।
মুমিনদেরও আজকাল ঈমান নেই!'
১ মার্চ ২০১৫ লিখেছেন
'মেয়েরা পর্দা না করলে তো ধর্ষণ হবেই'
'লেখায় পর্দা না করলে তো কোপ খাবেই'
আপনি এই দুটি বাক্যের একটি সমর্থন করেন মানেই আপনি বলদা। আর আপনার এই বলদামিকে লাত্থি মেরে অনুভূতি নিহত করাই আমার লক্ষ্য।
খুন হওয়া ব্লগার ওয়াশিকুর (রহমান অথবা বাবু)-র সন্ধান বিস্তারিত দেখতে ক্লিক করুন বা সকল পোষ্টে যেতে এখানে ক্লিক করুন।
(আর আমি কিন্তু নাস্তিক নই মুসলিম সহীহ আকিদ্বার অনুসারী)
(এই হত্যাকে মুসলিম হিসেবে সমথর্ন করি না, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিলো আগেই।আর নাস্তিক ভাইদের কাছে অনুরোধ করব ইনজয় করেন লাইফ অন্যের গডকে গালি দিয়েন না আপনাদের গডকে গালি দিলে কেমন কষ্ট লাগে তেমনই হিন্দু,মুসলিমের লাগে)
(সংকলিত)
লোকেশন:
Bangladesh
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)