ফ্রান্সে সিরিয়ার শরনার্থী ক্যাম্পগুলোতে আগুন দেওয়া হচ্ছে। কথিত প্যারিস হামলাকে অজুহাত করে প্যারিস হামলার ঘণ্টা খানেকের মধ্যেই গভীর রাতে ঘুমন্ত শরনার্থী ক্যাম্পে আগুন দেয় ফ্রান্সের অধিবাসীরা। দূর থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে, বিশাল অগ্নি কুণ্ডলী জ্বলতে দেখা গেছে যার ভিডিও নিচে দেয়া হলো, উল্লেখ্য আগুনে পুড়িয়ে ফেলা রিফিউজি ক্যাম্পে ৬ হাজার সিরিয় শরনার্থী বাস করতো। তবে হতাহতের কোন খবর প্রকাশ করা হয়নি।
এদিকে, সোস্যাল মিডিয়ায় ফ্রান্সের জনগণ এ হামলার পর আনন্দ প্রকাশ করেছে। কেউ বলছে, ‘তাদের আগুনে পুড়িয়ে মারো’, ‘কেউ বলছে সব রিফিউজিকে দেশ থেকে বের করে দাও’, কেউ বা বলছে ‘তাদের এখানে থাকার কোন অধিকার নেই’।
তবে আমার মনে হয়, নিরাপরাধ সিরীয় শরনার্থীদের শিবিরে আগুন দেওয়ার ঘটনা কোন গুরুত্বপূর্ণ খবর নয়। আসুন আমরা প্রোফাইলে ফ্রান্সের পতাকা লাগাই, হ্যাশট্যাগ মারি প্রে-ফর-ফ্রান্স, আই-এম-উইথ-ফ্রান্স।
সবাইকে ধন্যবাদ।
ভিডিওঃ
এদিকে, সোস্যাল মিডিয়ায় ফ্রান্সের জনগণ এ হামলার পর আনন্দ প্রকাশ করেছে। কেউ বলছে, ‘তাদের আগুনে পুড়িয়ে মারো’, ‘কেউ বলছে সব রিফিউজিকে দেশ থেকে বের করে দাও’, কেউ বা বলছে ‘তাদের এখানে থাকার কোন অধিকার নেই’।
তবে আমার মনে হয়, নিরাপরাধ সিরীয় শরনার্থীদের শিবিরে আগুন দেওয়ার ঘটনা কোন গুরুত্বপূর্ণ খবর নয়। আসুন আমরা প্রোফাইলে ফ্রান্সের পতাকা লাগাই, হ্যাশট্যাগ মারি প্রে-ফর-ফ্রান্স, আই-এম-উইথ-ফ্রান্স।
সবাইকে ধন্যবাদ।
ভিডিওঃ
খবরের সূত্র:
১) http://www.voice.pk/…/syrian-refugee-camp-in-france-set-on…/
২) http://shoebat.com/…/an-entire-multitude-of-french-men-enr…/
৩) http://www.mirror.co.uk/…/calais-migrant-camp-fire-france-6…
- ক্যাটেগরি:
- আন্তর্জাতিক ,
- তাজা খবর ,
- মানবতা ,
- রাজনীতি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)