লিখেছেনঃ KING FAHIM (তারিখঃ বৃহঃ, ১৬/০৪/২০১৫ - ২১:৪৮)
বাকিটুকু নিম্নেঃ
আর যদি...... না জেনে হলে বা ভুল করে দিয়ে থাকেন তা হলে তিনি কি সবজান্তা? আর যদি তিনি পথ ভ্রষ্ট হবার জ্ঞান না দিয়ে থাকেন তা হলে ইবলিশ কি ভাবে পথভ্রষ্ট হল?
@ভাই ইমরান মন্ডল!
আপনার প্রশ্নের উত্তর দেওয়া তো খুবই সহজ।আপনি আপনার ব্লগে লিখেছেন আপনি নাকি সাইন্স ভালোবাসেন তাহলে যখন আপনি যখন M.C.Q পরীক্ষা দিতেন তখন স্যার তো জেনে শুনেই আপনাকে তিনটি ভুল উত্তর এবং একটি সঠিক উত্তর দিয়ে চারটি অপশন দিতেন যাতে আপনাকে পরীক্ষা করতে পারেন আপনি সঠিকটা দাগান নাকি না এতে আপনি কি বলবেন যে স্যার কেনো ভুল উত্তর গুলো দিয়েছিলেন যখন জানেনই এগুলো ভুল।আর যে বেশি সঠিক উত্তর দিতে পারবে সেই তো স্যারের কাছে প্রিয় হবেন এবং ১ম হলে তো পুরষ্কার ও রয়েছে। ঠিক তেমনই আল্লাহর কাছে তাই তিনি বলেনঃ
'তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন যে-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।' [সূরা আল মূলকঃ২]
পরীক্ষার সিলে বাস ও দিয়েছেনঃ
'এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জান ও মালের(আর্থিক) ক্ষতি ও ফল-ফসল নষ্ট করার মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের।' [[সূরা আল বাকারাঃ১৫৫] এবং'তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।' [সূরা আত তাগাবুনঃ১৫]
আবার,
একজন ডাক্তার যখন ক্যান্সার রোগীকে বলেন আপনি অমুক বছর অমুক মাসে মারা যাবেন যদি তাই হয় আপনি বলেন ডাক্তারটা জ্ঞানী আর যদি না মারা যায় তাহলে বলেন ডাক্তারটা ভুয়া।আর আল্লাহ তো মহাজ্ঞানী তাই তিনি বলেন:
'আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ব্যাতীত? বস্তুত দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে তার সবই তিনি জানেন।' [সূরা আল বাকারাঃ২৫৫(আয়াতুল কুরসি)] তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।' আর এভাবে বেশিরভাগ স্যাররাও মুখ দেখেই বলতে পারেন কে পরীক্ষায় পাশ করবে আর কে ফেল করবে।
আপনারা সকলেই মুক্তমন ও যুক্তি দিয়ে উপোরোক্ত ভাবুন দেখবেন সত্য বেরিয়ে আসবে।
বাংলার লোকদের ইসলামে কম জ্ঞান হওয়ায় যে (@ইমরান মন্ডল!) বাংলা কুরআন সম্পপূর্ণ পড়েই নাই নাম শুনে হিন্দু মনে হচ্ছে সে আসছে আল্লাহর ভুল ধরতে(আউযুবিল্লাহ)।ভাই আপনি আগে সম্পপূর্ণ কুরআন পড়ুন বাংলায়, অ্যাপস থেকে ডাউনলোড করতে পারেন আমার প্রিয় একটি অ্যাপসের লিন্ক দেই তার বানানো অ্যাপসটা আমারও খুব ভালোলেগেছে।
১ঃঅ্যান্ড্রয়েডের পেইড কুরআন অ্যাপস ফ্রীতে পেতে (এখানে ক্লিক করুন) এবং
২ঃঅ্যান্ড্রয়েডের অ্যাপস বাংলা সকল হাদীস ফ্রীতে পেতে (এখানে ক্লিক করুন) অথবা ভাইয়েরা বাজার থেকে কিনে কুরআন এর বাংলা অনুবাদ পড়ুন আর ওযু জরুরী নয় কুরআন কিন্তু আপনি ওযু করলে, না করব না, যেভাবেই হোক পড়েন। তাহলে নাস্তিক দের কাছে ধরা খাবেন না উল্টো অ্যানসার দিতে পারবেন।
সকল পোষ্টে যেতে এখানে ক্লিক করুন
[আল্লাহর সাথে স্যারের,ডাক্তারের তুলনা মানায় না,কিন্তু বুঝানোর জন্য অ্যাড করা হয়েছে]
[{(কপিপেষ্ট করে কুরআন ও হাদীসের বিকৃতিকর কমেন্ট করবেন না আগে সম্পূর্ণ কুরআন পড়ুন নিজ ভাষায়)}]
@ইমরান মন্ডল! প্রশ্ন করে নিজেই আবার উত্তর দিয়েছেন (ক্লিক) অথবা নিম্নেঃ
আল্লাহ তা'আলা ইবলিশের এই অহংকারবোধ সম্পর্কে আগে থেকেই জানতেন। এজন্য আল্লাহ বলেছেন, '... এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো, আমি তাও জানি..." [সূরা আল-বাক্বারাহঃ ৩৩]
যদি কেউ বলে পথভ্রষ্ট হতে প্রভাবকের প্রয়োজন নেই।
তাহলে কি দ্বারায় আল্লা নিজেই জেনে বুঝে তাকে সেই জ্ঞান বা বুদ্ধি দিয়েছেন এবং তিনি তো সব কিছুই জানেন এবং নিয়ন্ত্রন করেন।
অর্থাৎ ইবলিশ কে কি তিনি সেই জ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করেছেন যে পথভ্রষ্ট হতে পারে? যদি তিনি জেনে বুঝে দেন তাহলে তার ইবলিশের পাপের সাজা কেন? আর যদি......
বাকিটুকু নিম্নেঃ
আর যদি...... না জেনে হলে বা ভুল করে দিয়ে থাকেন তা হলে তিনি কি সবজান্তা? আর যদি তিনি পথ ভ্রষ্ট হবার জ্ঞান না দিয়ে থাকেন তা হলে ইবলিশ কি ভাবে পথভ্রষ্ট হল?
@ভাই ইমরান মন্ডল!
আপনার প্রশ্নের উত্তর দেওয়া তো খুবই সহজ।আপনি আপনার ব্লগে লিখেছেন আপনি নাকি সাইন্স ভালোবাসেন তাহলে যখন আপনি যখন M.C.Q পরীক্ষা দিতেন তখন স্যার তো জেনে শুনেই আপনাকে তিনটি ভুল উত্তর এবং একটি সঠিক উত্তর দিয়ে চারটি অপশন দিতেন যাতে আপনাকে পরীক্ষা করতে পারেন আপনি সঠিকটা দাগান নাকি না এতে আপনি কি বলবেন যে স্যার কেনো ভুল উত্তর গুলো দিয়েছিলেন যখন জানেনই এগুলো ভুল।আর যে বেশি সঠিক উত্তর দিতে পারবে সেই তো স্যারের কাছে প্রিয় হবেন এবং ১ম হলে তো পুরষ্কার ও রয়েছে। ঠিক তেমনই আল্লাহর কাছে তাই তিনি বলেনঃ
'তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন যে-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।' [সূরা আল মূলকঃ২]
পরীক্ষার সিলে বাস ও দিয়েছেনঃ
'এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জান ও মালের(আর্থিক) ক্ষতি ও ফল-ফসল নষ্ট করার মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্য ধারণকারীদের।' [[সূরা আল বাকারাঃ১৫৫] এবং'তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার।' [সূরা আত তাগাবুনঃ১৫]
আবার,
একজন ডাক্তার যখন ক্যান্সার রোগীকে বলেন আপনি অমুক বছর অমুক মাসে মারা যাবেন যদি তাই হয় আপনি বলেন ডাক্তারটা জ্ঞানী আর যদি না মারা যায় তাহলে বলেন ডাক্তারটা ভুয়া।আর আল্লাহ তো মহাজ্ঞানী তাই তিনি বলেন:
'আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ব্যাতীত? বস্তুত দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে তার সবই তিনি জানেন।' [সূরা আল বাকারাঃ২৫৫(আয়াতুল কুরসি)] তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।' আর এভাবে বেশিরভাগ স্যাররাও মুখ দেখেই বলতে পারেন কে পরীক্ষায় পাশ করবে আর কে ফেল করবে।
আপনারা সকলেই মুক্তমন ও যুক্তি দিয়ে উপোরোক্ত ভাবুন দেখবেন সত্য বেরিয়ে আসবে।
বাংলার লোকদের ইসলামে কম জ্ঞান হওয়ায় যে (@ইমরান মন্ডল!) বাংলা কুরআন সম্পপূর্ণ পড়েই নাই নাম শুনে হিন্দু মনে হচ্ছে সে আসছে আল্লাহর ভুল ধরতে(আউযুবিল্লাহ)।ভাই আপনি আগে সম্পপূর্ণ কুরআন পড়ুন বাংলায়, অ্যাপস থেকে ডাউনলোড করতে পারেন আমার প্রিয় একটি অ্যাপসের লিন্ক দেই তার বানানো অ্যাপসটা আমারও খুব ভালোলেগেছে।
১ঃঅ্যান্ড্রয়েডের পেইড কুরআন অ্যাপস ফ্রীতে পেতে (এখানে ক্লিক করুন) এবং
২ঃঅ্যান্ড্রয়েডের অ্যাপস বাংলা সকল হাদীস ফ্রীতে পেতে (এখানে ক্লিক করুন) অথবা ভাইয়েরা বাজার থেকে কিনে কুরআন এর বাংলা অনুবাদ পড়ুন আর ওযু জরুরী নয় কুরআন কিন্তু আপনি ওযু করলে, না করব না, যেভাবেই হোক পড়েন। তাহলে নাস্তিক দের কাছে ধরা খাবেন না উল্টো অ্যানসার দিতে পারবেন।
সকল পোষ্টে যেতে এখানে ক্লিক করুন
[আল্লাহর সাথে স্যারের,ডাক্তারের তুলনা মানায় না,কিন্তু বুঝানোর জন্য অ্যাড করা হয়েছে]
[{(কপিপেষ্ট করে কুরআন ও হাদীসের বিকৃতিকর কমেন্ট করবেন না আগে সম্পূর্ণ কুরআন পড়ুন নিজ ভাষায়)}]
- ক্যাটেগরি:
- আস্তিকতা ,
- আমারব্লগ ডট কম ,
- নাস্তিকতা ,
- ধর্ম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)