(হিন্দু ভাইয়েরা দয়াকে এড়িয়ে যাবেন)
দুর্গা দেবীর সামনে,শহীদ মিনারের সামনে ও কবর মাজারের সামনে ফুল দেওয়া একই তা শিরক যা জাহান্নামী করে......
চিত্রঃ আকৃতিবিহীন কোনো পার্থক্য আছে কি, (প্রথম পাঁচটি আকৃতি সহ খাম্বা,পরের পাচঁটি আকৃতি ছাড়া খাম্বা) দুটোই শিরকের বস্তু ।
আপনি রাস্তা হাটছিলেন হঠাৎ দেখেন মুর্তির সামনে হিন্দুরা ফুল আর কলা রেখে সিজদা করছে আপনি মনে মনে হাসছিলেন আর বলছিলেন মুর্তি কি আর কলা খায় একে কেউ আবার সম্মান করে পরের দিন আপনাকে দেখি খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে ১ মিনিট নিরবতা পালন করতে। কেন আপনার লজ্জা হয় না খাম্বা পুজা করতে ওরা না হয় দেবী পুজা করছে কিন্তু আপনি মুসলিম হয়ে একি করলেন। আপনার ৬০ বছরের আমল তো এই একটা ফুল রাখায় ধংস হয়ে গেল এখন যদি তওবা না করে মারা যান তাহলে জাহান্নামে যাবেন। কারণ কি জানেন, এই রকম শ্রদ্ধা করা শিরক। এর থেকে সালাম, বরকতের দুই পয়সা লাভ হবে কি, কে বলে আপনি শিক্ষিত আপনি তো মুর্খ জাহেল। আপনি যদি একাই দু হাত তুলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তারা আমার ভাষার জন্য জীবন দিয়েছে তাদের ক্ষমা করো তাহলে বলা যেত আপনি শিক্ষিত যুবক অর্থ্যাৎ ফুল দেয়া যাবে না আর পুর্বে দিয়ে থাকলে তওবা করতে হবে, আমিও তওবা করেছি।
ভিডিও দেখুনঃ মুযাফ্ফর বিন মুহসিন শহীদ মিনারে ফুল দেয়া যাবে কি না?
( হিন্দু ভাইদের অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, মুসলিম দের
তাওহীদ শিক্ষা দেওয়া উদ্দেশ্য ছিলো)
ভিডিও দেখুনঃ মুযাফ্ফর বিন মুহসিন শহীদ মিনারে ফুল দেয়া যাবে কি না?
লোকেশন:
Bangladesh
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক)